• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডা. জাফরুল্লাহর প্রস্তাবিত নামের তালিকায় ছিলেন হাবিবুল আউয়াল

প্রকাশ:  ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৮ | আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৭
নিজস্ব প্রতিবেদক

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কাছে দেওয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী যে আটজনের নাম দিয়েছিলেন, তাদের একজন হলেন সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল। সেখানে আট নম্বরে তার নাম ছিল।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি দুপুরে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেখানে জাতীয় সার্চ কমিটির কাছে আটজনের নাম প্রস্তাব করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী যাদের নাম প্রস্তাব করেছেন তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বদিউল আলম মজুমদার, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, সাবেক সচিব শওকাত আলী, খালেদ শামস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়াল।

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। অপর চার নির্বাচন কমিশনার করা হয়েছে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

পূর্বপশ্চিম- এনই

সিইসি,ডা. জাফরুল্লাহ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close